1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপেক্ষার প্রহর শেষ, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নতুন বাংলাদেশ দল ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করব-রুমিন ফারহানা লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, ব্যাপক উত্তেজনা ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক-অর্থ উপদেষ্টা ড্রোন উদ্ভাবনে আনসার সদস্য আবুল হোসেনের চমক, পৃষ্ঠপোষকতা দেবে বাহিনী ভারতীয় হাইকমিশনারকে তলব: কূটনৈতিক মিশনে হামলার তীব্র প্রতিবাদ আইনের শাসন কাকে বলে এবার তা দেখিয়ে দিতে চাই-সিইসি সুষ্ঠু নির্বাচন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে-আইজিপি নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান

ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক-অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্য ও রাজনীতিকে সবসময় আলাদা করে দেখা উচিত। একটি বড় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপড়েন কমিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন। আমরা কোনো প্রতিবেশীর সাথেই তিক্ত সম্পর্ক চাই না।”

বাণিজ্যিক বাস্তবতার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে পণ্য আমদানিতে খরচ অনেক কম হয়। তিনি বলেন, “ভারত থেকে চাল না এনে যদি ভিয়েতনাম থেকে আনতে হয়, তবে প্রতি কেজিতে খরচ আরও ১০ টাকা বাড়বে। তাই জাতীয় স্বার্থ ও জনভোগান্তি কমাতে অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখা জরুরি।”

বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে যে ধরনের ভারতবিরোধী বক্তব্য আসছে, সে প্রসঙ্গে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন যে এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এর সাথে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখা দুই দেশের স্থিতিশীলতার জন্যই প্রয়োজনীয়।

বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট