1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ শীর্ষ কর্মকর্তা নিহত লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সপরিবারে তারেক রহমান ইতিহাস গড়লেন টাঙ্গাইলের মেয়ে, কোরআন ছুঁয়ে শপথ নিয়ে হলেন বিচারপতি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই-প্রেস সচিব বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় ওসমান হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার কাল টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর ) চট্টগ্রামের ‘এরিয়া টেনিস এন্ড স্কোয়াশ কমপ্লেক্স’-এ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্ববধানে ও বানৌজা ঈসা খানের সার্বিক ব্যবস্থাপনায় ০৭ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড দলের ৪৮ জন পুরুষ ও ১৪ জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। সমাপনী প্রতিযোগিতায় টেনিস দ্বৈতে (পুরুষ) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও কমডোর আবুল ফজল মুহাম্মদ আহসান উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কমডোর আশরাফ মাহমুদ রিয়াজ ও লেঃ মোঃ আরজু ইহসান রানার-আপ হওয়ার গৌবর অর্জন করে। অন্যদিকে টেনিস দ্বৈত (মহিলা) লেঃ সাদিয়া সুলতানা সাথী ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা জুটি চ্যাম্পিয়ন এবং লেঃ উজমা আনহা ও সাঃ লেঃ নওশিন জাহান রানার-আপ হওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে। এছাড়াও টেনিস একক প্রতিযোগিতায় (পুরুষ) লেঃ মোঃ আরজু ইহসান চ্যাম্পিয়ন ও কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার-আপ এবং টেনিস একক (মহিলা) সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা চ্যাম্পিয়ন এবং সাঃ লেঃ আফিয়া আনজুম রানার-আপ শিরোপা অর্জন করে। অপরদিকে স্কোয়াশ (পুরুষ) প্রতিযোগিতায় ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার চ্যাম্পিয়ন ও মোঃ জালাল আহমেদ তুরাগ রানার-আপ এবং স্কোয়াশ (মহিলা) প্রতিযোগিতায় লেঃ নুসরাত জাহান চ্যাম্পিয়ন ও সাঃ লেঃ সিমব্রী অর্ণি সাংমা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট