1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদ নির্বাচন বৈধ প্রার্থী ১৮৪২, মনোনয়ন বাতিল ৭২৩ জনের টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াড: অধিনায়ক লিটন, নেই শান্ত ও জাকের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের কঠোর অবস্থান দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান পৈশাচিক গুমের নেপথ্যে ছিলেন শেখ হাসিনা-প্রধান উপদেষ্টাকে কমিশন মোংলায় পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের অভিযান সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট,ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের ‍উদ্বেগ প্রকাশ

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট,ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন এবং তিনি হলেন নিকোলাস মাদুরো।

এর আগে ডেলসি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল শনিবার এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির ওপর চালানো একটি অভূতপূর্ব সামরিক আগ্রাসনের অভিযোগও তোলেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লেডি সিলিয়া ফ্লোরেসকে অবৈধভাবে অপহরণ করা হয়েছে বলে জানান ডেলসি।

গতকাল সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় প্রতিরক্ষা পরিষদের (ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল) এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলেসুরের খবরে এ তথ্য জানানো হয়।

ডেলসি রদ্রিগেজ জানান, এই অভিযানের প্রকৃত লক্ষ্য হলো ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করা। যাতে যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করতে পারে। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকারও আহ্বান জানান।

জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নাগরিক নিরাপত্তা সংস্থা ও জাতীয় শক্তি সক্রিয় করার ঘোষণা দেন ডেলসি।

মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলার জনগণও রাস্তায় নেমে আসে বলেও জানান তিনি। বলেন, সশস্ত্র বাহিনী (এফএএনবি) ও বলিভারিয়ান মিলিশিয়া সক্রিয় করার জন্য প্রেসিডেন্ট মাদুরোর আগের আহ্বানের পর ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমেছে।

ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরে বলেন, চীন, রাশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে আওয়াজ তুলেছে।

তার মতে, এই হামলা বিশ্ব সরকারগুলোকে নাড়িয়ে দিয়েছে এবং তিনি এটিকে একটি জায়নবাদী রঙে রঞ্জিত ও চরম লজ্জাজনক আক্রমণ হিসেবে আখ্যা দেন।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন জাতিসংঘ সনদের ১ ও ২ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন, যদিও মাদুরো মার্কিন জনগণের প্রতি বন্ধুত্ব, সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে কূটনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় চ্যানেল গড়ে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন।

ডেলসি রদ্রিগেজের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। আদালত বলছে, মাদুরো বর্তমানে দায়িত্ব পালনে ‘বাস্তব ও সাময়িকভাবে অক্ষম’, তাই রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা ও দেশ রক্ষার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ আদেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তার সার্বিক সুরক্ষার স্বার্থে রদ্রিগেস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সব ক্ষমতা, দায়িত্ব ও এখতিয়ার গ্রহণ ও প্রয়োগ করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট