
দাকোপ(খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে মুক্তিপনের দাবীতে রিসোর্ট মালিকসহ অপহ্নত পর্যটকরা ২ দিনে ও উদ্ধার হয়নি। এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবার দাকোপ থানায় অপহরন মামলা দায়ের করেছে।
ঢাকা থেকে দাকোপের সুন্দরবন দর্শনে আসা ২ পর্যটক এবং সংশ্লিষ্ট রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় গত ২ জানুয়ারী শুক্রবার বেলা ১২ টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহরন হয়। জানা গেছে ঢাকা থেকে আসা ৫ পর্যটক দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে ওঠে। এরপর তারা রিসোর্ট মালিকসহ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন ওই এলাকায় ঘুরতে যায়। এ সময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে মারপিট করে ২ নারী পর্যটক এবং নৌকার ২ মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়, ঢাকা থেকে আসা পর্যটক সোহেল এবং জনিকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট মালিকের পরিবারের নিকট মোবাইলে ২০ লাখ মুক্তিপন দাবী করে বলে জানা যায়। বিষয়টি জানার পর থেকে কোষ্টগার্ড নৌ পুলিশসহ অন্যান্য প্রশাসন যৌথভাবে অপহ্নতদের উদ্ধারে অভিযান অব্যহত রাখে। কিন্তু ঘটনার পর ২ দিন অতিবাহিত হলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ খবরে জানা গেছে এ ঘটনায় রিসোর্ট মালিকের পরিবারের পক্ষ থেকে দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, অপহ্নতদের উদ্ধারে কোষ্টগার্ড নৌ পুলিশ এবং আমাদের পক্ষ থেকে সমন্বিত জোর অভিযান চলছে। তিনি বলেন অপহ্নত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপহরন মামলা দায়ের করেছে যা দাকোপ থানার মামলা নং ০২। তবে অপহ্নতদের উদ্ধার এবং আসামী গ্রেফতারের স্বার্থে এ বিষয়ে এর বেশী তথ্য এই মূহুর্তে দেওয়া সম্ভব না।
Leave a Reply