
আন্তর্জাতিক ডেস্ক:: সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। অভিযানে তার দুই স্ত্রীসহ আরও চারজনকে হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করে সংস্থাটি।
তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে।
গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এমএসিসি সূত্র জানায়, ঘুষের বিনিময়ে কাজ পাওয়া বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে আগে থেকেই তল্লাশি চালানো হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়।
বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্তের স্বার্থে সাবেক সেনাপ্রধান ও তার দুই স্ত্রীকে রিমান্ডে নেয়ার আবেদন করবে কমিশন। মামলার সংবেদনশীলতার কারণে আটক বাকিদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে এই মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তি আটক রয়েছেন।
মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অংশ হিসেবে এই উচ্চপর্যায়ের তদন্ত চালানো হচ্ছে।
Leave a Reply