1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সেনাপ্রধানের জবানবন্দি,জিয়াউলের হাত ধরে বেড়েছিল গুম-খুন, তারেক সিদ্দিকী বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পকেও ক্ষমতাচ্যুত হতে হবে, খামেনির তীব্র হুঁশিয়ারি সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে পাইকগাছার যোগাযোগ চিত্র হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি কলকাতায়, ‘পুলিশ’ পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে-শফিকুল আলম কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০ বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ডুমুরিয়ায় বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এসকে বাকার’র ৭৮ তম জন্মদিন উদযাপন

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে-শফিকুল আলম

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে এবং সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি যাতে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দু-একজন এই বিষয়ে কথা বললেও বাস্তবে ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। দেশের বর্তমান নির্বাচনী আমেজকে ইতিবাচক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাজারে হামলার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ হিসেবে অভিহিত করে প্রেস সচিব বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। অথচ কোনো কোনো পক্ষ বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন আগের চেয়ে অনেক বেশি। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।

এর আগে সকালে প্রেস সচিব শফিকুল আলম নগরীর জুবলী রোডের ঐতিহাসিক বুড়া পীরের মাজার এবং থানা ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) এর মাজার পরিদর্শন করেন। মাজার জিয়ারত শেষে তিনি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং নিরাপত্তার খোঁজখবর নেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট