
নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের (৬ থেকে ২০ গ্রেড) অধিকতর সেবাধর্মী ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বিকাল ৩টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের বিষয়বস্তুর অনেকাংশই আইন ও বিধি সম্পর্কিত। সিটি কর্পোরেশনে কর্মরত সকলেরই এ সকল আইন ও বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীদের প্রাতিষ্ঠানিক কর্তব্য সম্পর্কে আরো দায়িত্বশীল করে তোলার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে এবং ‘সি ফোর সি (জেআইসিএ)’ প্রকল্পের পরামর্শক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরে অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত তালিকাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯, সিটি কর্পোরেশন চাকুরী বিধিমালা-১৯৯৩, সেবা গ্রহীতাদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, ক্রয় প্রক্রিয়া, পূর্ত কাজ তদারকি ও ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) সিটি কর্পোরেশনের ভূমিকা, স্থানীয় সরকারের মূল ধারায় জেন্ডার সম্পৃক্তকরণ; নোট লিখন ও নথি উপস্থাপন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিটি কর্পোরেশনের ভূমিকা; পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে নাগরিক সমাজ ও কর্পোরেশনের ভূমিকা, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্তকরণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, আদর্শ কর তফসিল-২০১৬, সরকারি চাকরি আইন-২০১৮ ও তথ্য অধিকার আইন-২০০৯ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সিটি কর্পোরেশনের দায়িত্ব ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কেসিসি’র সচিব আরিফুল ইসলাম এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। প্রশাসনিক, রাজস্ব, পূর্ত, কঞ্জারভেন্সী ও স্বাস্থ্য বিভাগের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখ এ পশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।
Leave a Reply