
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় রাতের আঁধারে একটি পানের ব্রজে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋষিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক দাশের ছেলে রামপদ দাস দীর্ঘদিন ধরে বাড়ির পাশে পানের ব্রজে পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। শনিবার রাতে কে বা কারা ব্রজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। এতে ব্রজে চাষকৃত পান ও ছাউনি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রামপদ দাস জানান, এতে তার আনুমানিক ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা ও থানা যুবদলের সদস্য এম এম সামাদ হাসান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এদিকে স্থানীয় এলাকাবাসীর ধারণা, ঘটনার পেছনে এলাকার কিছু মাদকসেবী জড়িত থাকতে পারে। তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Leave a Reply