
বাগেরহাট প্রতিনিধি:: বাাগেরহাটের শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ যদুনাথ স্কুলএ্যান্ড কলেজ এর ১০৩ তম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর ফিতে কেটে ও পায়রা এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী ।
যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাঃ সাদেকুল ইসলাম, ব্যরিস্টার শেখ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা। সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, যদুনাথ স্কুলএ্যান্ড কলেজর এলামনাই এসোসিয়েশন সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজন।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এসময়ে উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply