1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিজেদের অবস্থানে অনড় বিসিবি, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসি প্রতিনিধির আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী: খামেনি হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল অন্তর্বর্তী সরকারের ৫০০ দিন, ঐতিহাসিক অর্জন বনাম অমীমাংসিত সংকটের ময়নাতদন্ত দুই দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ডিএমপি দেশকে এগিয়ে নিতে ‘হ্যাঁ’তে সিল দিন, গণভোটের প্রচারে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টা পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে তিন সহস্রাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো- জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

দুই দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ডিএমপি

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ডেস্ক:: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে সাড়ে চার হাজার মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, দুটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি অটোরিকশা ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি অটোরিকশা ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি অটোরিকশা ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩০৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি অটোরিকশা ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, আটটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি অটোরিকশা ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ জানুযারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট