
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, টিক চিহ্ন মার্কায় পারে বাংলাদেশকে ঠিক করতে। গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে, তাহলেই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।
তিনি আজ (বৃহস্পতিবার) বিকালে বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ইমামগণ হচ্ছে সমাজের মুখপাত্র। আপনাদের প্রতি জনগণের বিশ^াস-আস্থা ও সম্মান রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আতœত্যাগের অবদান অনস্বীকার্য। আমাদের প্রত্যেকেরই তাদের প্রতি একটা দায়িত্ব ও কর্তব্য আছে। জুলাই আন্দোলনকারীরা এমন একটি দেশের স্বপ্ন দেখতেন যেখানে থাকবে না কোন ভেদাভেদ। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের নিজনিজ জায়গা থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বা টিক চিহ্ন মার্কায় ভোট প্রদানের জন্য জনসাধারণকে সচেতন করতে হবে।
ইমামদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন। কিন্তু গণভোটের বিষয়ে সকলকে ‘হ্যা’ ভোট প্রদানের জন্য সচেতন করুন। নির্বাচনের আগে আপনারা জুম্মার নামাজের সময় গণভোট বিষয়ে সকলকে হ্যা ভোট দানে উদ্বুদ্ধ করবেন। তাহলে জুলাই চেতনায় আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান। এতে আলোচক ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান ও বাইতুল মেরাজ জামে মসজিদের খতিব আবুল ফাত্তাহ মোঃ নাজমুস সউদ। স্বাগত বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন।
Leave a Reply