1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না-জি এম কাদের ক্রিকেটীয় বর্ণবাদ নাকি ভূ-রাজনীতি? আইসিসির দ্বিমুখী নীতিতে উত্তাল ক্রীড়াঙ্গন, গিলেস্পি-জন্টির প্রশ্ন বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার হুমকি আইসিসির মারা গেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা দিল্লির মাটিতে হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্য, কড়া প্রতিবাদে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতির আশঙ্কা বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান

মারা গেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি আর নেই। রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে তার জীবনাবসান ঘটে বলে বিবিসি হিন্দি নিশ্চিত করেছে।

মার্ক টালি গত শতকের ষাটের দশক থেকে শুরু করে দীর্ঘ দুই দশক বিবিসির ভারত ব্যুরোপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। সেই কঠিন সময়ে সীমান্তবর্তী শরণার্থীশিবির ও রণাঙ্গন ঘুরে তিনি বাঙালির দুর্দশা ও যুদ্ধের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।

তার পাঠানো বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে।

এ ছাড়া ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা প্রদান করে এবং নিজ দেশ যুক্তরাজ্য থেকে তিনি পান নাইটহুড খেতাব। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কালজয়ী বইও লিখেছেন তিনি।

যুক্তরাজ্যের নাগরিক হলেও মার্ক টালির জন্ম ১৯৩৫ সালে ভারতের কলকাতার টালিগঞ্জে। শৈশব কলকাতায় কাটলেও পড়াশোনার জন্য পরে তিনি ইংল্যান্ডে চলে যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৪ সালে তিনি বিবিসিতে যোগ দেন।

১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে নিজেকে যুক্ত রেখেছিলেন এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট