1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ১৪৫টি মণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন টেকনাফে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড

ডুমুরিয়ায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: শেখ হাসিনা সরকারের পতনের পর ডুমুরিয়া উপজেলায় কর্মরত ৫ সাংবাদিকের ওপর হামলা ও মোটর সাইকেল পোড়ানের ঘটনায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দৈনিক যায়যায় দিন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদারকে কতিপয় দুষ্কৃতকারী ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বেপরোয়া মারপিট করে এবং তার মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়। ওইদিন বিকালে দৈনিক তথ্য ও এশিয়ান টেলিভিশন’র ডুমুরিয়া প্রতিনিধি আকতারুজ্জামান লিটন’র চুকনগরে নর্ণিয়া গ্রামের বাড়িতে ভাংচুর, তার মা’কে মারধর ও তার মোটর সাইকেলটিও পুড়িয়ে দেয়। ওইদিন রাতে চুকনগর বাজারে দৈনিক মানবজমিন প্রত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুমন ব্রক্ষ্ম’র বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে। এবং তার মোটর সাইকেল ও ছেলের বাইসাইকেলটিও পুড়িয়ে দেয়। এর-পরদিন সকালে দৈনিক সংযোগ বাংলাদেশ’র ডুমুরিয়া প্রতিনিধি মাসুম গাজী ও দৈনিক রাজপথের দাবি’র ডুমুরিয়া প্রতিনিধি নাসিম গাজী-কে বাগাছড়া গ্রামের বাড়িতে না পেয়ে তাদের কম্পিউটার-চেয়ার-টেবিল ভাংচুর করেছে।
ওইসব ঘটনার প্রেক্ষিতে ডুমুরিয়া সদরে শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উ™ূ¢ত পরিস্থিতি আলোচনা করে সাংবাদিকদের ওপর ওইসব হামলা-ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। আর কর্মরত সাংবাদিকদের প্রতি দল-নিরোপেক্ষ ভূমিকা রাখার আহবান জানানো হয়। ওই সভায় বক্তব্যদেন, সাংবাদিক- অরুণ দেবনাথ, আবদুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, সুব্রত ফৌজদার, এস.রফিকুল ইসলাম, সেলিম আবেদ, শেখ সিরাজুল ইসলাম, শেখ আবদুস সালাম, গাজী আবদুল কুদ্দুস, আশরাফুল আলম, সুমন ব্রক্ষ্ম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট