1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা মিনাজ নদীতে পানি চলাচলে প্রতিবন্ধকতা আছে কি না পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাকোপে বিএনপির আয়োজনে আওয়ামী লীগের পতন দিবস পালিত চাঁদপুরে লঞ্চের অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিল কোস্টগার্ড খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড জনতার আদালতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

খালিশপুর গোয়ালখালির লেবুতলায় এক জনকে কুপিয়ে জখম করেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরীর খালিশপুর গোয়ালখালি লেবুতলার মোড় এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রবিবার দুপুরে প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান শরীফ এন্ড ব্রাদার্স এর পাশের রাযায় স্থানীয় মুজগুন্নী উত্তরপাড়ার আরাফাত রোডের কালা কাওসারের পুত্র রাজ (২৫), কালা আজিজের পুত্র ওয়াহিদ (২৫) ও মুকুলের পুত্র মমিন (২৫) তিনজন মিলে বেলা দুইটার দিকে কারখানার পাশের রাস্তা থেকে ২ জন মেয়েকে মারধর শুরু করলে আত্মরক্ষার জন্য মেয়ে দুইটি দৌড়ে কারখানার ভিতরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় রাজ, ওয়াহিদ, মমিন ৩ জনই ওই মেয়েদের কিল ঘুসি লাথি মারতে থাকলে এক পর্যায়ে কারখানা মালিক রানার ছোট ভাই ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকরা এগিয়ে এসে বাঁধা দিলে তাদেরকেও দেখে নেবার হুমকি দিয়ে চলে যায় তারা। এর সামান্য কিছু সময় পরে রাজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানা ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ম্যানেজার আবু হানিফ সহ তিনজন মহিলা ও দুইজন পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে আবু হানিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কারখানা মালিক মোঃ শরিফুল ইসলাম রানা জানান, এর আগেও বিভিন্ন সময় রাজ চাঁদা দাবি করে আসছিল,মাঝেমধ্যে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে কম-বেশি চাঁদা নিয়েছে। যা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ খালিশপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা রয়েছে। এ ঘটনায় কারখানা মালিক রানা খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট