1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
” আলোকিত হয়” এ স্লোগানে বেনাপোলে আন্তঃস্কুল চিত্রাঙ্কন, প্রতিযোগিতা জাতিসংঘের সতর্কতা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু জুলাই সনদে ২৩ দলের মতামত প্রদান গণমাধ্যমকে সতর্ক করছি, হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা-অন্তর্বর্তী সরকারের বিবৃতি শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ নবজাতক শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: অর্থনৈতিক শুমারি-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা বিভাগীয় ও সিটি কর্পোরেশনের শুমারি বিষয়ক স্থায়ী কমিটির সভা মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের সময় সঠিক তথ্য-উপাত্ত একান্ত প্রয়োজন। দেশের অর্থনীতি নিয়ে সঠিক ও বাস্তবসম্মত তথ্য-উপাত্ত সংগ্রহে দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। শুমারিকালে তথ্য সংগ্রহে নিয়োজিতদের কাছে ছকঅনুযায়ী সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে শুমারি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে তথ্য প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ভীতি দূর হবে।
সভায় জানানো হয়, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।
সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অর্থনৈতিক শুমারি উপলক্ষ্যে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট