অরুণ দেবনাথ, ডুমরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যান যাত্রী মৃদুল গাইন(৫০) প্রাণ হারিয়েছে। অপর ২ যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গতকাল শীতের সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া’র বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে মেছাঘোনা এলাকা দিয়ে একটি ভ্যানগাড়িতে চড়ে খর্ণিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ৩ বাসিন্দা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা নামার পরপরই চুকনগরগামী দ্রুতগতিতে একটি ট্রাক সামনের ভ্যানগাড়িকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান-যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। ওই সময় শিংগা গ্রামের কৃষক মৃদুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারান। আর একই গ্রামের আব্দুল কালাম(৪৫) ও সন্ধ্যা রানী (৪০) গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পরপরই এলাকাবাসীর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ দূর্ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, গত কয়েকদিনে ডুমুরিয়া হাসপাতাল মোড় থেকে বালিয়াখালি ব্রীজের আশ-পাশের এই ডেনজার জোনে সড়ক দূর্ঘটনায় বেশ-কয়েকজন প্রাণ হারিয়েছেন।
Leave a Reply