1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, নিহত ২ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ; জনদুর্ভোগে এলাকাবাসী বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলোকে সামনে রেখে সোমবার (৬ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট