মোঃ জাহিদুল ইসলাম :: ব্র্যাক মাইক্রোফাইনান্স (প্রগতি) কর্মসূচির সাউথ ওয়েস্ট ডিভিশনের খুলনা-১ অঞ্চলের ফুলতলা এরিয়ার উদ্যোগে তিনদিনব্যাপী বিনামূল্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফাইনান্সের ডেপুটি প্রোগ্রাম হেড আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সাঈদ হামদুন, মোঃ হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আবু নাছির মিয়া, জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, হেড অফিসের প্রতিনিধি নওশীন নওয়ার, এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “ব্র্যাক প্রতিষ্ঠার শুরু থেকেই দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাক বর্তমানে বিশ্বের এক নম্বর এনজিও হিসেবে স্বীকৃত। নারী ও পুরুষ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির মাধ্যমে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।”
মাশরুম চাষ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা এবং বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণে মাশরুম চাষের কার্যকর কৌশল ও বাস্তবিক দিকগুলো তুলে ধরেন খুলনার ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের শাহানা মাশরুম হাউজের সফল উদ্যোক্তা অলিয়ার রহমান।
Leave a Reply