1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলকে মোকাবিলায় একট্টা ইরান-পাকিস্তান চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন যেকোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন হবে-প্রধান উপদেষ্টা বেনাপোলে ২৮ কেজি গাঁজা সহ সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য জব্দ টেকনাফে কোস্টগার্ড র‍্যাবের অভিযানে ১২ কোটি টাকার মাদক জব্দ দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা খুলনায় জলবায়ু পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ওপর গুরুত্বারোপ করেন-বিভাগীয় কমিশনার দাকোপে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত মোংলা বন্দরে জাহাজ থেকে চুরি করা মালামালসহ তিনজন আটক

মানিকগঞ্জে কোস্টগার্ডের আয়োজনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মানিকগঞ্জের পাটুরিয়ায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক ঘূর্নিঝড় মোকাবিলায় পূর্ব পুর্বপ্রস্তুতি ও পরবর্তী করনীয় শীর্ষক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৭ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে নিরলস ভাবে কাজ করে আসছে। ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সকল জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্ট গার্ডের মেডিক্যাল টিম ও ডুবুরি টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়ের জন্য কোস্ট গার্ড জোনভিত্তিক কন্ট্রোল রুম পরিচালনা করে। পাশাপাশি উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জেলে ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় ২৭ মে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক ঘূর্নিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী করনীয় শীর্ষক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অত্র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। উক্ত কর্মশালায় ঘূর্নিঝড় মোকাবিলায় পুর্বপ্রস্তুতি ও পরবর্তী করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চেলের জনগনের জান মাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরণের কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট