1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’ পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পির পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক পাসপোর্টযাত্রী আটক সেরা ত্রিশেই থেমে গেল মিথিলার ‘মিস ইউনিভার্স’ যাত্রা নারী আইপিএলের নিলামে জায়গা পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সশস্ত্র বাহিনী দিবস শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে ৪১ জন ভূমিকম্পে পুরান ঢাকায় নিহতদের মধ্যে দুজন বাবা-ছেলে

মুন্সিগঞ্জে কোস্টগার্ড সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ১

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ডের অভিযানে মুন্সিগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে ১ জন চাঁদাবাজ ও প্রতারককে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১২ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজং এর পদ্মা সেতু সংলগ্ন ওজন স্কেল এলাকায় স্থানীয় বাসিন্দা আলামিন সরকার, মিঠু মিয়া ও আল-আমিন মিয়া নামের তিনজন ব্যক্তি বাংলাদেশ কোস্ট গার্ড সদস্য পরিচয়ে একটি ট্রাক আটক করে চাঁদা দাবি করে। ঘটনাস্থলে পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল দল উপস্থিত হলে অভিযুক্তরা ট্রাকের লাইনম্যানের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কোস্ট গার্ডের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছিল এবং তারা কোস্ট গার্ডের চলাচল ও কার্যক্রম সম্পর্কিত তথ্য চোরাকারবারিদের কাছে পাচার করে আসছিল বলে জানা যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৫ জুন ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য আলামিন সরকার (২৮) কে আটক করে। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সাথে সংশ্লিষ্ট অপর দুই ব্যক্তির নাম প্রকাশ করে।

আটককৃত চাঁদাবাজ চক্রের সদস্য মুন্সিগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন কান্দিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর এবং অপর দুই প্রতারকসহ তার বিরুদ্ধে পদ্মা উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট