1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:শাহারুল ইসলাম:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী নেতাকর্মীদের আন্তরিকতা, সংহতি ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হবে। ছাত্রদল হলো ছাত্রসমাজের কণ্ঠস্বর। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে পথ চলতে হবে। আমরা চাই, সচেতন, যোগ্য ও প্রতিবাদী শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখুক।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা বিকাশ ও নেতৃত্ব বিকাশে এই সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলবে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।”

ছাত্রদল জানায়, কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে প্রচারণা, লিফলেট বিতরণ এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা থাকবে। শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট