1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

বিদায়ী অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয় ৩৪৩ কোটি টাকা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: অপার সম্ভাবনার মোংলা সমুদ্র বন্দর দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বন্দরের উন্নয়ন এবং অপারেশনাল কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ায় আমদানি রপ্তানিকারকদের মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে। এ বন্দরকে ঘিরে তাদের রয়েছে বিশাল পরিকল্পনা। বিশেষ করে মোংলা বন্দরকে নিয়ে অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের আন্তরিকতা, নির্দেশনা এবং পরামর্শ এ বন্দরকে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রাখছে। বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান তার জ্ঞান ও প্রজ্ঞা এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দর সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠকের মাধ্যমে বন্দরের উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তবে রুপ দেয়ার কারনে অভাবনীয় সাফল্যে বয়ে এনেছে মোংলা বন্দর। আগামী দিনে এ বন্দর হবে এশিয়া ও ইউরোপ মহাদেশের দেশগুলোর জন্য সমুদ্র অর্থনীতি এবং একচেটিয়া বাণিজ্যের গুরুত্বপূর্ণ ‘হাব’। ইতিমধ্যে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিদল মোংলা বন্দর পরিদর্শন করেছেন এবং এ বন্দর ব্যবহারে তারা আগ্রহ প্রকাশ করেছেন। বন্দর চ্যানেলের ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন বাড়বে। আর জাহাজ আসা যাওয়া বাড়লেই ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে কয়েকগুণ।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, বরাবরের মত ২০২৪-২০২৫ অর্থবছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে মোংলা বন্দর। এ অর্থবছরে বন্দরে ৮০০টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা থাকলেও এসেছে ৮৩০টি। জাহাজ বেড়েছে ৩০টি। কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ৮৮ কোটি ৮০ লাখ মেট্রিকটন থাকলেও ১০৪ কোটি ১২ লাখ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিংয়ের মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১৭. ২৫%।

বন্দরের এ কর্মকর্তা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ২০ হাজার টিইউজ। ১৪৫৬ টিইইউজ বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়।

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশি গাড়ি আমদানির কারনে বন্দরের রাজস্ব আয় প্রতিবছরই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে মোট ১১ হাজার ৫৭৯টি গাড়ি আমদানি করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছরে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়াও এ অর্থবছরে বন্দরের নীট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বন্দরের নীট মুনাফা অর্জিত হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোংলা বন্দরে ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো হল- বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ, পশুর চ্যানেলে ইনারবারে ড্রেজিং, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট এবং বন্দরের অসম্পূর্ণ দুটি জেটি নির্মাণ। এ প্রকল্পগুলোর কাজ সমাপ্ত হলে মোংলায় ১০০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন এবং বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট