1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজের চোরাই মালামাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ তারিখ রোজ শনিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটে অবস্থানরত সকল চোর বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামাল যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট