জবি প্রতিনিধি:শাহারুল ইসলাম:: জুলাই মাস থেকেই বৃত্তির হিসাব, অর্থ-ছাড় পেলেই শিক্ষার্থীদের দেওয়া হবে আবাসন ভাতা এমনটা দবি করছেন জবি প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদানের উদ্যোগ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একটি সভা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ফাইলটি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত ১৫ই মে (বুধবার) লং মার্চ টু যমুনা কর্মসূচিতে যমুনার সামনে অবস্থান করে আন্দোলন করে জবি শিক্ষার্থীরা । এসময় তিন দফা দাবির মধ্যে একটা অন্যতম দাবি ছিল চলতি অর্থবছরে ৭০% শিক্ষার্থীদের মাসিক আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। সেই প্রেক্ষিতে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ করা হলে, জবি প্রশাসন শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান করবে বলে নিশ্চিত করে। তবে এখনো অবসান ভাতা নিশ্চিত না করায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সমালোচনা উঠে এসেছে।
আবাসন ভাতা সম্পর্কে জানতে চাইলে জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন,
“আমরা ইতোমধ্যেই আবাসন ভাতা নিয়ে একটি সভা করেছি। বর্তমানে এই সংক্রান্ত ফাইলের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যখনই আমাদের ফাইলটি মন্ত্রণালয় থেকে অনুমোদিত হবে এবং অর্থ ছাড় করা হবে, তখনই আমরা শিক্ষার্থীদের মধ্যে আবাসন ভাতা প্রদান করবো।
এক্ষেত্রে যদি আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে অর্থ ছাড় পাওয়া যায়, তাহলে আমরা জুলাই মাস থেকে শুরু করে হিসাব করে একসঙ্গে বৃত্তি দিবো।
তোমরা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করোনা—বৃত্তি অবশ্যই জুলাই মাস থেকেই দেওয়া হবে। এমনকি যদি কিছুটা সময় লেগেও যায়, তাহলেও একত্রে সব মাসের হিসাব করে তোমাদের বৃত্তি দেওয়া হবে।”
আবাসন ভাতার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন,”আমরা আন্দোলন করেছি আবাসন ভাতাসহ অন্যান্য দাবির জন্য। জুলাই মাস থেকেই শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতেই হবে এটা শিক্ষার্থীদের প্রাণের অধিকার। আবাসন ভাতা না দেওয়ার কোন সুযোগ নেই। ”
Leave a Reply