1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ভূমিকম্পে আহত মা এখনও জানেন না ছেলে রাফি আর নেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, রাজধানী ও নরসিংদীতে ব্যাপক ক্ষতি পাইকগাছায় পাখির জন্য বাঁধা মাটির পাত্রে- এবার কাঠবিড়ালির বাসা আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়-প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দর্শনাথীদের পদচারণায় মুখরিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার সকালে অফিসের সংবাদকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন আপনারা কাছ থেকে দেখেছেন, সেই দিনগুলো নিশ্চয় ভুলতে পারেননি। আন্দোলনে অংশ নেয়া তরুণদের গুলি করে হত্যার বিষয়টি জনসাধারণ মেনে নিতে পারেনি। প্রথম দিকে এই আন্দোলনের পেক্ষাপট ছিল ভিন্ন। তরুণরা সরকারি চাকুরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। অনেক ছাত্র-জনতা আন্দোলনে প্রাণ হারান ও আহত হয়ে পঙ্গুত্বের শিকার হন। জুলাই আন্দোলনের ফলে আমরা যে নতুন করে বাংলাদেশ পেয়েছি সেটাকে সুন্দর করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অন্যথায় আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ব্যর্থ হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। সভায় গণমাধ্যমকর্মী-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট