1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের কারাগারে ৮ মাস কারাবাস শেষে দেশে ফিরল বাংলাদেশি বৃ্দ্ধা যোহরা বেগম সুন্দরবনের কৈখালী থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে কোস্টগার্ড ছাত্রবিষয়ক সম্পাদকের রোগমুক্তিতে জবি ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ-মাহফিল ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত সারাদেশে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’

‘গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে’

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এ জন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এ ছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে এই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, যেই আসনে সবচেয়ে বেশি ভোটার, সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এ ছাড়া যেই আসনে সবচেয়ে কম ভোটার, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।

সারা দেশে ৩৯টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেয়া হবে।

সীমানা নির্ধারণে আগে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হয়, তা জানিয়ে কমিশনার বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। আগামীকালের মধ্যে প্রকাশ হবে।

এই কমিশনার বলেন, সীমানা নির্ধারণে ইসি ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল। তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন। ১, ২, ৩ আসনবিশিষ্ট জেলাকে ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বৃদ্ধি বা হ্রাসের বিবেচনায় নেওয়া হয়নি।

২৫০-এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট