1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

ভারতের কারাগারে ৮ মাস কারাবাস শেষে দেশে ফিরল বাংলাদেশি বৃ্দ্ধা যোহরা বেগম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধ পথে ভারতে যেয়ে পুলিশের কাছে আটক হওয়ার ৮ মাস মুম্বাই কেন্দ্রীয় কারাগারে কারাবাস শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি যোহরা বেগম (৬৭) নামে এক বৃদ্ধাকে বেনাপোল বন্দর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় বেনাপোল আইসিপি বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা যোহরা বেগম জানান, কাজের আশায় আট মাস আগে অবৈধ পথে ভারতের মুম্বাই গিয়েছিলাম। আমার কাছে বৈধকোন কাগজপত্র না থাকায় সেখানকার পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। জেল খেটে আজ বাড়ি যাচ্ছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এক বাংলাদেশী বৃদ্ধাকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।ওই বৃ্দ্ধা লালমনিরহাট জেলার শহীদ শাহজাহান কলনীর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট