1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সুবীর ভৌমিক :: খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ওএমএস এর ১টন চাল ও ১টন আটা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে আসা এ অঞ্চলের শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। তাঁরা বলেন দৌলতপুরের ৩ নং ওয়ার্ডটি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো এখান থেকে কম মূল্যে চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন।

চলতি বর্ষা মৌসুমের মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত এ অঞ্চলের শ্রমিক পরিবারের মানুষের মাঝে ২০ বস্তা চাল ও ২০ বস্তা আটা বিক্রয় ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষেরা দীর্ঘ লাইন ধরে সকলকে এসব চাল আটা ক্রয় করতে দেখা গেছে।

সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩ নং ওয়ার্ডের এসব শ্রমিক কর্মচারী পরিবারের মানুষেরা বলেন খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসানের এই পয়েন্ট থেকে কাউকে নিরাশ হতে হয়না। যে কারণে এই পয়েন্টটি অন্যত্র সরিয়ে না নেয়ারও অনুরোধও জানান তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট