1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ চিতলমারী বাজার কমিটির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী অনুপমের ইশতেহার দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় মহেশখালীতে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন দাকোপে সাংবাদিকদের সাথে এনসিপি প্রার্থীর মত বিনিময় দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ

বেনাপোল সীমান্তে স্বর্ণসহ প্রায় কোটি টাকার চোরাচালানী পন্যসহ স্বর্ণ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও বিভিন্ন মাামালসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল ও স্বর্ন আটক করা হয়।

আটক স্বর্ণ পাচারকারী হলো, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের খলিল মিয়ার ছেলে মো. সোহাগ (২৩)।

বিজিবি জানান, বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল, মোবাইলের চার্জার, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, চায়রা দোয়ারী জাল, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড ক্যামিকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯৫ লাখ ৫৭ হাজার ৭৬৩ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বর্ণসহ চোরাচালানী মালামালসহ এক স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট