1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাকি ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী ঢাকা সেনানিবাসের একটি ভবনকে ‘অস্থায়ী কারাগার’ ঘোষণা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে-প্রধান উপদেষ্টা দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে জানে না ফেব্রুয়ারির নির্বাচন হবে ন্যায়বিচারের প্রাতিষ্ঠানিক রূপ-প্রফেসর মুহাম্মদ ইউনূস ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় নিসচার দোয়া-মাহফিল ভোলার লালমোহন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গাজিপুর সিটি কর্পোরেশন থেকে আগত কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় চাঁদপুরের কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে কারেন্ট জাল ও বোটসহ আটক ১১

জাতীয় নির্বাচনে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:: নির্বাচন কমিশন (ইসি) চাইলে ৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।

তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম থাকবে না। তবে ‘না’ ভোটের বিধান পুনরায় সংযোজিত হয়েছে।

এই বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এতে আইন প্রয়োগকারী সংস্থাসহ স্বশাসিত বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন চাইলে ৩০০ আসনের যেকোনো আসনের ফলাফল বাতিল করতে পারবে। ‘না’ ভোটের বিধান আনা হয়েছে, যার ফলে যেখানে একজন প্রার্থী থাকবেন, সেখানে বিনাভোটে কেউ নির্বাচিত হতে পারবেন না।

তিনি আরও জানান, ভোটের ফলাফলে সমান ভোট হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। জোটগতভাবে নির্বাচন হলে দলগুলো নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এছাড়া, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে এমপি পদ বাতিল করার ক্ষমতা কমিশনের থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট