1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ছাত্রলীগের ১৪ নেত্রী বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরি দুর্নীতি প্রমাণিত হলে আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করবে অন্তর্বর্তী সরকার তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পাইকগাছা হসপিটালের রোগীদের সেবা পরিদর্শন কার্যক্রম রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

জাতিসংঘের সতর্কতা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি।

শুক্রবার সংস্থাটি জানিয়েছে, গাজা গভর্নরেটের মানুষ খাদ্যের তীব্র অভাবে ভুগছেন। এর মধ্যে রয়েছে গাজা সিটি ও তার আশপাশের এলাকা।

আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে তাদের ‘পঞ্চম ধাপ’-এ উন্নীত করেছে। এই ধাপ খাদ্য সংকটের সর্বোচ্চ স্তর হিসেবে গণ্য হয়।

সংস্থার মতে, গাজা সিটি ও আশপাশের মানুষ এখন অনাহার এবং চরম দারিদ্র্যে ভুগছেন এবং খাওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।

আইপিসি আরও জানিয়েছে, গাজার দেইর এল-বালাহ এবং খান ইউনুস শহরও ধীরে ধীরে একই সংকটের দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এই দুই শহরে দুর্ভিক্ষ শুরু হতে পারে। এর ফলে গাজার ৫ লাখেরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা প্রায় ১০ লাখ ৭ হাজার মানুষ ‘ধাপ-৪’-এ রয়েছেন। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার মানুষ বা জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ‘ধাপ-৩’-এ রয়েছেন এবং তারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বর্বর হামলা চালানো শুরু করে এবং সঙ্গে সঙ্গে অবরোধ আরোপ করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এরফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়েছে।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মানুষ যখন খাদ্য অভাবে ভুগছে, তখনই ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সিটিকে ধ্বংসের হুমকি দিচ্ছে।

আইপিসি এমন পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে জানানো এই প্রথমবার। সংস্থা সতর্ক করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপের অভাব মানবিক সংকটকে আরও তীব্র করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট