1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গাজিপুর সিটি কর্পোরেশন থেকে আগত কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় চাঁদপুরের কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে কারেন্ট জাল ও বোটসহ আটক ১১ ঢাকায় হামলার প্রতিবাদে দাকোপে শিক্ষকদের মানববন্ধন দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠক ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মোংলা বন্দর দিয়ে শতভাগ গাড়ি আমদানির পরিকল্পনা শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ডুমুরিয়া ডিগ্রি কলেজে মানববন্ধন

প্রথমবারের মতো মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (NWS) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে দুইজন ব্যক্তি এতে আক্রান্ত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রু জে. নিক্সন জানিয়েছেন, ৪ আগস্ট একজন আক্রান্ত শনাক্ত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্প্রতি মধ্য আমেরিকার এল সালভাদরে ভ্রমণ করেছেন। সূত্রে জানা গেছে, এর আগে মেরিল্যান্ডের আরেকজন ব্যক্তি গুয়াতেমালায় ভ্রমণকালে একই পরজীবীতে আক্রান্ত হয়েছেন।

নিক্সন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এনডব্লিউএস জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি নয়। তবে যুক্তরাষ্ট্রের গবাদি পশু খামারি ও মাংস শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই এ মতের সঙ্গে একমত নন। তারা দাবি করেছেন, অন্তত দু’বছর আগে থেকে যুক্তরাষ্ট্রে এই পরজীবীর উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এ পর্যন্ত ২৪ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম কী

এটি এক প্রকার ডাঁশ মাছির লার্ভা। স্ত্রী মাছি উষ্ণ রক্ত বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়া লার্ভা পোষকের মাংস খেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না দিলে আক্রান্ত প্রাণীর মৃত্যু ঘটতে পারে। গবাদি পশু ও বন্যপ্রাণীর জন্য এটি ভয়াবহ, তবে মানবদেহে সংক্রমণের ঘটনা খুবই বিরল।

যুক্তরাষ্ট্রের প্রথম গবাদিপশু আক্রান্ত হয়েছে মেক্সিকোর সীমান্তবর্তী টেক্সাসে। টেক্সাসের খামারি ও মাংস শিল্পের সূত্রে জানা গেছে, ২০২৩ সালে প্রাদুর্ভাবের পর অন্তত ২৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। ইউএসডিএ আশঙ্কা প্রকাশ করেছে, যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে ১৮০ কোটি ডলারের গবাদি পশু শিল্প ধ্বংস হতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স টেক্সাস সফরে গিয়েছেন এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট