1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজায় যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার আশঙ্কা সাবেক মেয়রের সহযোগী টুটু গ্রেফতার পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম ৯ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক-কারা অধিদপ্তর পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা শার্শা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর পেঁয়াজ আমদানি শুরু পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত দাকোপে পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রনে ছাগল ও ভেড়ার টিকা প্রদান কর্মীসূচীর উদ্বোধন

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। জেলের নতুন নাম হতে যাচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, “কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

কারা মহাপরিদর্শক আরও জানান, যুগোপযোগী আইন বাস্তবায়নের লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

এ সময় তিনি কারাগারের বর্তমান সংকট ও উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন।

তিনি জানান, কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি থাকায় নতুন করে দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে।

তিনি বলেন, “কারাগার ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে জনবল সংকট কাটিয়ে উঠতে নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আরও দেড় হাজার জনবল নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে।”

বন্দিদের চিকিৎসা সেবার মানোন্নয়নে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইজি প্রিজন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট