1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ছাত্রলীগের ১৪ নেত্রী বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরি দুর্নীতি প্রমাণিত হলে আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করবে অন্তর্বর্তী সরকার তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পাইকগাছা হসপিটালের রোগীদের সেবা পরিদর্শন কার্যক্রম রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

সংসদ থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হলো বিজেপি নেতাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনার মধ্য দিয়ে সভা চলাকালীন বিজেপির ছয়জন বিধায়ক বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী—সাসপেন্ড হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়কেরা লনে নেমে স্লোগান দিতে শুরু করেন। এরপর তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় এবং বিধানসভা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা টেনেহিঁচড়ে বিজেপি বিধায়কদের বের করেন।

বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে প্রথমে শুভেন্দু অধিকারীকে বরখাস্ত করা হয়। পরে আরও পাঁচজন বিধায়ক—মিহির গোস্বামী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ ও শঙ্কর ঘোষ—সাসপেন্ড করা হয়।

ঘটনার পর শঙ্কর ঘোষ আহত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। মাথার স্ক্যান করানো হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিধায়কদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তৃণমূলের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে।

অগ্নিমিত্রা পল বলেন, “আমরা শুধু বিরোধী দলনেতার বরখাস্তের প্রতিবাদ জানাচ্ছিলাম। বিরোধী নেতা সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন বলেই আমাদের চিফ হুইপকে মারধর করে বের করে দিয়েছে। আমাকেও ধাক্কা দিয়ে বের করা হয়েছে।”

উল্লেখ্য, এ ঘটনার আগের সপ্তাহে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেনাবাহিনী সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, যা এ উত্তেজনার সূত্রপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট