1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট গণনা শেষ করে আজ রাতেই ফলাফল ঘোষণার আশা-প্রধান নির্বাচন কমিশনার এশিয়া কাপ.হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পল্লী বিদ্যুতের কর্মীদের বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, বৃষ্টিপাত বাড়তে পারে শারদীয় উৎসব হবে সকলের সাথে সেতু বন্ধন-আলী আসগর লবি শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু কলাপাড়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ঝুঁকিপূর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের পাঠদান, উদ্বিগ্ন অভিভাবকেরা পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান এবং রাষ্ট্রদূত মাইকেল মিলার শুক্রবার দুপুরে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষিখোলায় লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় স্থাপিত পানি শোধনাগার পরিদর্শন করেন। পরে তিনি শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে এ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
প্রকল্পের আওতায় নির্মিত এই পানি শোধনাগার প্রতিঘন্টায় এক হাজার লিটার এবং দৈনিক নয় হাজার লিটার সুপেয় পানি উৎপাদন করে। এ পানি প্রতি লিটার মাত্র ৫০ পয়সায় সুবিধাভোগীদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা হয়।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশে জলবায়ু পরির্বতনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের মধ্যে খুলনা জেলা অন্যতম। এ পরির্বতনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা প্রয়োজন। লজিক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের ফলে এটি একটি মডেলে পরিণত হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের ফার্স্ট কাউন্সিলর এডউইন কোয়েক কোয়েক, প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূইয়া, জুই চাকমা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, হেড অব কমিউনিকেশন এম আব্দুল কাইয়ুম, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, লজিক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার একেএম আজাদ রহমান, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন-সহ লজিক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লজিক প্রকল্প মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাংলাদেশ সরকার, ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইইউ, সুইডেন এবং ডেনমার্ক এর সহযোগিতায় পরিচালিত হয় এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল পরিকল্পনা ও অর্থায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করে। উল্লেখ্য, খুলনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার ২৯টি উপজেলার ৯৪টি ইউনিয়নে লজিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৭ সালে এই প্রকল্পের যাত্রা শুরু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট