পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পাইকগাছার কড়ুলিয়া মাতৃ মন্দির প্রাঙ্গণে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কড়ুলিয়া মাতৃ মন্দিরের সাবেক সভাপতি মনোহর চন্দ্র সানা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল।
এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, লস্কর ইউনিয়ন বিএনপির সভাপতি কে. এম. আছাদুজ্জামান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, জাসাসের সভাপতি মুজিবুর রহমান, শিক্ষক আশুতোষ মন্ডল, মনোজ কুমার মন্ডল, স্বপন সানা, সনজিব সানা, প্রভাষক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা হুরাইরা বাদশা, শহিদ, মোস্তাকিম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।
Leave a Reply