1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

সমঝোতা হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে স্বৈরাচারী শাসন যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। এই সংস্কার কার্যক্রম স্বৈরশাসনের সব পথ রুদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সভা থেকে বের হওয়ার পর রাজনৈতিক নেতাদের সঙ্গে কমিশনের আলোচনা চলতে থাকে। বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট