1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৪তম সভা বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি আয়োজন করে।
সভায় সভাপতি বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশুর স্বাভাবিক ও মুক্তভাবে বেড়ে ওঠার জন্য সকলে মিলে কাজ করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলে মিলে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ শাহিনুর রহমান, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার না করা, ১৮ বছরের নিচে শিশুদের দিয়ে ইজিবাইক না চালানো, যে সকল যানবাহনে ১৮ বছরের নিচে শিশুরা কাজ করে চিহ্নিতকরণ, শিশুশ্রমের সাথে জড়িত শিশুর পরিবারকে ভিজিডি কার্ডের মতো সুবিধা প্রদান, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট