1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছায় চলমান রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সরেজমিনে ত্রুটি চিহ্নিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে চলমান রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ২/৩ নং ইট ব্যবহার সহ নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর নির্দেশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে কাজ পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে কাজের মান ও অভিযোগের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা একাধিক অনিয়ম ও ত্রুটি শনাক্ত করেন। বিশেষ করে সঠিক অনুপাতে সামগ্রী ব্যবহার না করা, ঢালাইয়ের ত্রুটি এবং ২/৩ নং ইট বসানোর অনিয়ম ধরা পড়ে। এ সময় কর্মকর্তারা পৌর প্রশাসকের নির্দেশে ঠিকাদার কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের পাশাপাশি নিম্নমানের ইট অপসারণ করে ১ নং ইট ব্যবহার সহ কাজের গুনগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর শুরু হওয়া এই রাস্তা নির্মাণকাজে নিম্নমানের কাজের কারণে তারা হতাশায় পড়েছিলেন। তাদের দাবি ছিল,মানসম্মতভাবে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এলাকাবাসীও ভোগান্তির শিকার হবেন।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি অর্থে উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান নিশ্চিত করতেই পুনরায় কাজ করানো হবে।

এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে, এবার মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট