1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে বন্দী থাকা নারী ও শিশুসহ উদ্ধার ২১

বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজার আমেজ বইতে শুরু করেছে, চলছে ভাস্কারদের রং তুলির কাজ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

গাজী তরিকুল,বটিয়াঘাটা থেকেঃ- আর মাত্র তিন পর সারাদেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলায় ১০৮ টি পূজা মন্ডপে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । পূজাকে ঘিরে ইতিমধ্যে কুমারদের ( মৃৎশিল্পিদের) প্রতিমা তৈরিতে মাটির কাজ সম্পন্ন হয়েছে। চলছে ভাস্কারদের রং তুলির কাজ । যা আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীর পূর্বে তা পূর্ণতা পাবে ।

এ দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রতিমা তৈরির ধুম। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হতে যাওয়া দুর্গাপুজায় চারদিকে এখনই শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, ৭টি ইউনিয়নে এবছর ১০৮টি পূজামণ্ডপ প্রস্তুত হচ্ছে। এর ভিতর ৫টি পূজামন্ডপ ব্যক্তিগত ও ১০৩টি পূজামন্ডপ সার্বজনীন। উপজেলার সদরসহ বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ দুর্গামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রতিমাগুলোকে কাদা-মাটি, বাঁশ, খড়, দড়ি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলার কাজ ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন মৃৎশিল্পীরা। বর্তমানে রং-তুলির আঁচড়ে মূর্ত করে তুলছেন শিল্পীরা । এরমধ্যে দুর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ , অসুর ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পৌরাণিক কাহিনীর প্রতিমা রয়েছে । এছাড়া, বিভিন্ন দেবদেবীর বাহন সিংহ, ময়ূর, পেঁচাসহ অন্যান্য মূর্তি সাথে রয়েছে।

উপজেলার প্রতিমা শিল্পীর সাথে কথা বলে জানাগেছে, এবছর প্রতিমা তৈরির খরচ বাড়লেও মজুরী বাড়েনি। ধর্মীয় কারণে তারা প্রতিমা তৈরি করছেন। কিন্তু আর্থিকভাবে লাভ হয়নি। এছাড়া অতিবৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। আকার ভেদে প্রতি সেট প্রতিমা তৈরিতে এখানকার শিল্পীরা ১৮ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন বলে তারা জানান। একটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে প্রায় ১৮/২০ দিন সময় লেগে যায়।

বটিয়াঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যুৎ পূজা উদযাপনে প্রশাসন ও মুসলিম সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, বটিয়াঘাটায় এবার ১০৮টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর করতে পারবো। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি বলেন, সরকারি বরাদ্দ আসলে আমরা পূজা উদযাপন কমিটির সভা ডাকবো। সেখানে আইন-শৃঙ্খলাসহ সকল বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যাতে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট