বেনাপোল প্রতিনিধি:: পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোর্ট থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে কে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। শার্শা উপজেলা জামায়াতের সভাপতি রেজাউল ইসলাম, পোর্ট থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, শার্শা উপজেলা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলহাজ্ব ওসমান গনি, ডা. শফিকুল ইসলাম, ইয়ানুর রহমান, নূরুল হক প্রমূখ।
এ সময় তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিক
Leave a Reply