বেনাপোল প্রতিনিধি:: যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা সিমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প মাদক ৭৫০ বোতল উইনসারেক্স কফ সিরাপসহ (WINCEREX COUGH Syrup) ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকার বিদেশী মদ, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পৃথক অভিযানে উক্ত মালামাল আটক করে বিজিবি। আটককৃত মালামালের সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ফেনসিডিলের বিকল্প ৭৫০ বোতল উইনসারেক্স কফ সিরাপসহ অন্যান্য পন্য জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply