দাকোপ (খুলনা) প্রতিনিধি:: দাকোপে দলিত শিক্ষার্থীদের ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণে সহায়তা প্রদান এবং শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য প্রনোদনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও দলিত এ সভার আয়োজন করে।
সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, অডিট ও মনিটরিং কর্মকর্তা উত্তম কুমার দাস, একাউন্টস কর্মকর্তা সোমনাথ সরকার, প্রকল্প কর্মকর্তা বিলাশ গাইন প্রমুখ। সভা শেষে ৫০ জন এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেকে ২৫০০ টাকা এবং ১২ জন ভকেশনাল শিক্ষার্থীদের প্রত্যেকে ৫০০০ টাকা অনুদান দেওয়া হয়।
Leave a Reply