1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃধর্ম্রীয় সংলাপ কেন্দ্রের আয়োজনে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা খুলনার কয়রায় নৌবাহিনীর অভিযানে হরিণের মাংসসহ আটক ১ ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি, এখন কী হবে? ইসরায়েল-ফিলিস্তিনি গোষ্ঠী চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন শহিদুল আলম এখন ইসরায়েলের কারাগারে মোংলায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে যৌথ বাহিনীর তল্লাশি

প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। সামান্য কম এসেছে হলেও চলতি অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪-২৫) এসেছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বছরে রেমিট্যান্সে ১৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাস আগস্টের ২৪২ কোটি ১৯ লাখ ডলার ও জুলাইয়ের ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার এর তুলনায় বেশি।

গত অর্থবছর ২০২৪-২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সপ্রবাহ ছিল যথাক্রমে— জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি, অক্টোবর: ২৩৯.৫০ কোটি, নভেম্বর: ২২০ কোটি, ডিসেম্বর: ২৬৪ কোটি, জানুয়ারি: ২১৯ কোটি, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি, মার্চ: ৩২৯ কোটি, এপ্রিল: ২৭৫ কোটি, মে: ২৯৭ কোটি এবং জুন: ২৮২ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট