
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা ও পাখির জন্য কৃত্রিম বাসা স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।
আলোচনায় আরও অংশ নেন সাংবাদিক আহম্মেদ আলী বাচাঁ, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, জান্নাতুল নাহার, গণেশ দাস, গাজী আলম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষ নিধন ও শিল্পায়নের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং খাবারের সংকট বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাখি সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি।”
উল্লেখ্য, বিশ্বব্যাপী পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়ে আসছে।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণের প্রতীকী উদ্যোগ হিসেবে এলাকার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির, কাঠ ও টিনের তৈরি বাসা স্থাপন করা হয়।
Leave a Reply