1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ শার্শায় ককটেল বিস্ফোরণে যুবকের আঙ্গুল উড়ে গুরুতর আহত পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ঘোড়াঘাটে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরন আজও ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা

বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রনয়নে সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: তারুন্যর স্বপ্ন, আমার মেনিফেস্ট, আমার ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ অক্টোবর) সকালে এক্টিভিস্টা বকাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইডের যৌথ আয়োজনে জেলা
পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে তরুণ ও স্থানীয় জনগণের দাবি-দাওয়া আগামী নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে বলে দাবী করছে আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক,
এএসএম মন্জুরুল হাসান মিলন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এ সালাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ মন্জরুল হক রাহাদ, এনসিপি প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহামান, বাগেরহাট ২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ
আঃ ওয়াদুদ, , এনসিপি প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. মোশারেফ হোসেন। বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, টেকনাফ ও চট্টগ্রাম জেলার তরুণদের অংশগ্রহণে এই
উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় একটি জনকেন্দ্রিক ও তরুণনেতৃত্বাধীন নির্বাচনী ইস্তেহার তৈরি করা হচ্ছে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD), কি ইনফরমেন্ট ইন্টারভিউ (KII) এবং স্টেকহোল্ডার পরামর্শসভার মাধ্যমে স্থানীয় জনগণের প্রকৃত চাহিদা ও অগ্রাধিকারগুলো চিহ্নিত করে তা রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে উপস্থাপন করা হবে। আজকের অনুষ্ঠানে তরুণরা তাদের স্থানীয় সমস্যা ও দাবিসমূহ রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেন। আলোচনায় উঠে আসে জলবায়ু সহনশীলতা, জীবিকা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানির অধিকারসহ নানা স্থানীয় ইস্যু। তরুণরা জোর দিয়ে বলেন, তাদের কণ্ঠ যেন স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক প্রতিশ্রুতিতে প্রতিফলিত হয়। অনুষ্ঠানে এএসএম মন্জুলুল হাসান মিলন বলেন, “এই ধরনের অংশগ্রহণমূলক প্রক্রিয়া জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।”এই কর্মসূচির লক্ষ্য হলো একটি তরুণ-অন্তর্ভুক্ত গণতন্ত্র গড়ে তোলা, যেখানে নির্বাচনী ইস্তেহার জনগণের প্রকৃত চাহিদা থেকে তৈরি হবে এবং নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট