1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌন হয়রানি ইস্যু ‘জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার’ ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রশিবিরের সংবর্ধনা গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র-মির্জা ফখরুল দক্ষ কারিগররাই উন্নয়নের চালিকাশক্তি-প্রধান উপদেষ্টা চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল পরকীয়ার জেরে গোপনাঙ্গ হারালেন যুবক খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারী আটক পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম খুলনা মহানগরীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

খুলনা মহানগরীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরবাসীর নিয়মিত শারীরিক পরিশ্রমে উৎসাহ প্রদান ও স্বাস্থ্যকর জীবনধারায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকেলে নগরীতে একটি সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ র‌্যালীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। আমাদের সকল দিক পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সুস্বাস্থ্যের প্রতিও যতœবান হতে হবে। তাহলে এ শহর হবে প্রকৃতপক্ষে একটি স্বাস্থ্যকর শহর। আজকের এ কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে বেশী বেশী শারীরিক প্ররিশ্রম করার প্রত্যয় নেওয়ার আহবান জানিয়ে তিনি র‌্যালীর উদ্বোধন ঘোষণা করেন।
সাইকেল র‌্যালীটি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় হয়ে আবারও ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় থেকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে আবারও সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।
প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহসভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারী ওমর ফারুক কচি, স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহ ও রেড ক্রিসেন্ট সোসাইটির এস এম মনোয়ার হোসেন লাভলু। খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ নাগরিকবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট