
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দুর্যোগ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জেন্ডার–রেস্পন্সিভ কোষ্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের উদ্যোগে এ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র উপ-পরিচালক আলমগীর হোসেন, কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ এবং জিসিএ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ কামাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অফিসার ডানা শিকদার, মার্কেট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী, কৃষিবিদ আতিকুর রহমান, নারী স্বেচ্ছাসেবক খুকুমণি সরকার ও লক্ষীরাণী সরকার।
জানা যায়, জিসিএ প্রকল্পের আওতাভুক্ত উপজেলার দুর্যোগপ্রবণ পাঁচটি ইউনিয়নের ১২টি ওয়ার্ডের ১২টি নারী স্বেচ্ছাসেবক দলকে পূর্ব সতর্কতা প্রদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসায় ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।
স্থানীয় পর্যায়ে নারীদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply