
বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের সদর ও রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও
প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল সকালে সদর
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নিয়ে দিনব্যাপি অনাবাসিক ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রশিক্ষণের সম্মানিত কোচ কো-অর্ডিনেটর বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের বাগেরহাটের ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজমুল হাসান। এ ছাড়া সকলকে প্রশিক্ষণের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার শাখায় কিভাবে গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করবেন সেটা শেখানো হয়।
গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিমাসে পাঁচটি করে মামলা ও প্রচার-প্রচারণার অংশ হিসাবে প্রত্যেকটি ইউনিয়নের দেয়াল লিখন ব্যানার ফেস্টুনের কার্যক্রম করার জন্য নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার, উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply