
নিজস্ব প্রতিনিধি:: খুলনা ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার বিকাল ৩ ঘটিকায় ১০০ জন সদস্যদের ১৪ দিন ব্যাপী উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শিবির উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্লা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ মিনহাজ আরেফিন, অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান ও প্রশিক্ষক বৃন্দ।
উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুনদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
অনুরুপভাবে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ০৯ টি জেলায় একই সাথে শুরু হয়েছে।
Leave a Reply